ওমর ফারুক খান নাটোর প্রতিনিধিঃ

নাটোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( এলজিইডি) সরকারের রুপকল্প বাস্তবায়নে উন্নতম সরকারি সংস্থা। উন্নত দেশের উপযোগী উন্নত গ্রাম ও নগর গড়ার লক্ষ্য নিয়ে এলজিইডি কাজ করছে। এলজিইডির, প্রকল্পসুমূহ দারিদ্র্য বিমোচন সহ এমডিজির লক্ষ্য অর্জনে প্রভাবক হিসাবে কাজ করেছে। এই ভাবেই টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি অর্জনেও এলজিইডি নিরলসভাবে কাজ করছে।সরকারের রুপকল্প বাস্তবায়নে অংশ হিসেবে নাটোর জেলায় বিগত (১৪)বছরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। আরো অনেক কাজ বাস্তবায়নাধীন ও পরিকল্পানাধীন। স্থানীয় উন্নয়ন এর মাধ্যমে জনগনের জীবন মান উন্নত করতে নিবেদিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বর্তমান কাজ করছেন নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শহিদুল ইসলাম। সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)এর নির্বাহী প্রোকৌশলী মোঃ শহিদুল ইসলাম জানান- ৩ কোটি ৫৬লাখ টাকা ব্যায়ে বনপাড়া-মৌখাড়া এবং কুমরুল-রামাগাড়ি জিসির সংস্কার কাজ করার জন্য পেভার মেশিন ব্যবহারের জন্য ঠিকাদারদের আমরা মোটিভেট করেছি।তারা সে কাজটিই করেছে।অত্যাধুনিক পেভার মেশিনে খরচ একটু বেশি হলেও স্বল্প সময়ে দ্রুত কাজ করা যায় এবং বিটুমিন,টেম্পার কন্ট্রোলের মাধ্যমে কাজের গুনগত মানও ভালো থাকে।সনাতন পদ্ধতি থেকে আমার ধীরে ধীরে আধুনিক পদ্ধতিতে রাস্তা তৈরির দিকে আগাচ্ছি। আমরা আরো কাজের গতি বাড়ানোর জন্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও বাস্তবায়নের জন্যে অগ্রসর হবো। স্থানিয় প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম বলেন গত ১৪ বছরের নাটোরে বিভিন্ন রাস্তা কালভাট স্কুল কলেজ সরকারি ভবন নির্মানে আমরা ব্যাপক পরিমাম সাড়া জাগিয়ে তুলেছি তার মধ্যে হলোঃ পল্লী সড়ক উন্নয়নঃ পল্লী সড়ক শুধু সড়ক ই নয় কর্মসংস্থান। জীবিকা ও উন্নতর জীবনে ও অবলম্বন। পল্লী সড়কে হাত ধরে কৃষি উৎপাদন। শিক্ষা ও সাস্থ প্রবেশগম্যতা দারিদ্র মুক্তি। এবং সর্বপরি মানব উন্নয়ন। তাই পল্লি সড়ক উন্নয়ন বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রাপ্ত বিষয়। ২০০৯_ ২০২২ ইং সময়ে নাটোর জেলায় মোট ৯৩৫.২৮ কিলোমিটার পল্লী সড়ক নির্মান করা হয় এই কাজে মোট ৫৩০. ৯১ কোটি টাকা ব্যায় করা হয়েছে বর্তমান ১৪৫.৫৩ কিলোমিটার সড়কের নির্মান কাজ চলমান।চলমান প্রকল্প গুলোর মাধ্যমে আগামি ২/৩ বছরের আরো ২১৫.০০ কিলোমিটার সড়ক নির্মান করা হবে। উল্লেখ থাকে যে এই পল্লী সড়কের কাজে রক্ষণাবেক্ষণ চলমান। সেতু এবং কালভার্ট নির্মানঃ ২০০৯ – ২০২২ সময়ে নাটোর জেলায় মোট ২৫৩৮.৯২ মিটার দৈর্ঘ্যের ৪৭ টি সেতু / কালভার্ট নির্মান করা হয়েছে। এই কাজে ৮২.২৭ কোটি টাকা ব্যায় হয়েছে। বর্তমানে ৯৮৯.০০ মিটার সেতু / কালভার্ট এর কাজ চলমান চলমান প্রকল্প গুলোর মাধ্যমে আগামী ২/৩ বছরে আরো ৬৫০.০০ মিটার সেতু / কালভার্ট নির্মান করা হবে। উপজেলা, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও হাটবাজার উন্নয়নঃ ২০০৯-২০২২ সময়ে নাটোর জেলায় উপজেলায় পরিষদ কমপ্লেক্স নির্মান/ সম্পসারণ ৭ টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ১১ টি ও ২০ টি হাটবাজার নির্মান করা হয়েছে এতে মোট ৭৭.৮৪ কোটি টাকা ব্যায় করা হয়েছে।বর্তমানে দুটি কাজ চলমান আছে।চলমান প্রকল্পগুলোর মাধ্যমে আগামি ২/৩ বছরে আরো ৪ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ৭টি হাটবাজার /ঘাট নির্মান করা হবে। প্রাথমিক বিদ্যালয় নির্মানঃ ২০০৯/২০২২ সময় নাটোর জেলায় ২০১ টি নতুন প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান / কক্ষ সম্পসারণ করা হয়েছে। এতে মোট ১৬১.৮৭ কোটি টাকা ব্যায় করা হয়েছে। বর্তমানে ১২ টি বিদ্যালয় নির্মান কাজ চলমান।চলমান প্রকল্প গুলোর মাধ্যমে আগামি ২/৩ বছর আরো ৩৮ টি বিদ্যালয় নির্মান /সম্পসারণ করা হবে। ক্ষুদ্রাকার প্রানি সম্পদ উন্নয়নঃ দেশে খাদ্য স্বনির্ভরতা অর্জনের জন্যে সরকারের উন্নতম প্রধান পদক্ষেপ ছিলো এলজিইডির মাধ্যমে ক্ষুদ্রাকার প্রানি সম্পদ উন্নয়ন। সারা দেশে বিগত ১৪ বছরে ক্ষুদ্রকার প্রানি সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩,৭৫,০০০ হেক্টর জমির প্রানি সম্পদ উন্নয়ন করা হয়েছে ৩ টি উপ প্রকল্পের ৩৮.৭২ কিলোমিটার খাল খনন, ২.৬৫ কিলোমিটার বাঁধ নির্মান এবং ৩ টি রেগুলেটর নির্মান করা হয়েছে। চলমান প্রকল্প গুলোর মাধ্যমে আগামি ২/৩ বছরে আরো ৪ টি প্রকল্প উনয়ন করা হবে। উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে এবং ভূমিহীন অসচ্ছল মুক্তিযুদ্ধাদের বাসস্থানঃ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যগে নির্মিত এসকল কমপ্লেক্স মুক্তিযুদ্ধের সৃতি সংরক্ষণের জন্যে যাদুঘর লাইব্রেরি, মুক্তিযোদ্ধা সংসদ এর অফিস ও মুক্তি যোদ্ধার মার্কেট সহ ৭৫০০ বর্গফুটের ভবন তৈরি করা হয়েছে/ হচ্ছে।পাঁচতলাভিত্তির এভবন গুলাতে আপাতত ৩ তলা প্রযন্ত ভ্রমণ নির্মাণ করা হবে। এতে ১০.৭৪ কোটি টাকা ব্যায় হচ্ছে। এর পাশাপাশি অসচ্ছল মুক্তিযুদ্ধাদের জন্যে নাটোর জেলায় ২৩ টি বাসগৃহ নির্মিত হয়ছে। ক্রয় ব্যাবস্থাপনায় সু শাসন ও দারিদ্র্য মুক্তির পাশাপাশি নারীর ক্ষমতায়নঃ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নেও এটি একটি বড় উদ্যেগ এ কর্মসূচির অংশ হিসেবে সাড়া দেশে ন্যায় এলজিইডি নাটোর শতকরা ১০০ ভাগ কাজ ই – টেন্ডারিং ই- জিপি এর মাধ্যমে সম্পুর্ন হচ্ছে। দারিদ্র্যমুক্তির পাশাপাশি নারীর ক্ষমতায়নে এলজিইডির এর দুটি প্রকল্প /কর্মসূচি কাজ করেছে। এসব প্রকল্প/ কর্মসূচির আওতায় প্রায় ২৬১০ জন নারী বিভিন্ন ভাবে নিজেদের ভাগ্য পরিবর্তন করছে।সাড়াদেশে ইলজিইডির অর্জনের হাজারো গল্প রয়েছে। প্রকৌশলী জনাব শহিদুল ইসলাম নাটোর জেলায় এলজিইডি কর্তৃক ২০০৯ হতে ২০২২ প্রযন্ত ১৪ বছরে সমাপ্ত কাজের অংগভিত্তিক তথ্যাদি প্রকাশ করেন পাকা সড়ক,২২৪৪.০০ কিলোমিটার পাকা সড়ক নির্মান।কাচা সড়ক ২৩৪৪ কিলোমিটার , মোট সড়ক ৪৫৮৪ কিলোমিটার। তার মধ্যে সড়ক নির্মান ৯৩৫.২৮ কিলোমিটার চুক্তি মূল্য ৫৩০৯১.৬০ লক্ষ টাকা, সড়ক রক্ষণাবেক্ষণ ১৯৯৯.৪০ কিলোমিটার চুক্তিমূল্য ৪২২৭২.৪৬ লক্ষ টাকা, ব্রীজ কালভার্ট নির্মান ২৫৩৮.৯২ কিলোমিটার চুক্তি মূল্য ৮২২৭.৪০ লক্ষ টাকা, ব্রীজ কালভার্ট রক্ষণাবেক্ষণ ২৭৫.৩৭ কিলোমিটার ১০০.৩৬ লক্ষ টাকা। গ্রোথ সেন্টার হাটবাজার নির্মান ২০ টি ১৬৯৭.৯৩ লক্ষ টাকা, উপজেলা কমপ্লেক্স নির্মান/ সম্প্রসারণ ৭ টি

পোস্টটি শেয়ার করুনঃ