প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া প্রতিনিধি: শীতের আগমনে বাহারি পিঠার  সমারহ চোখে পড়ে সর্বত্য। তারই ধারাবাহিকতায় গতকাল অভয়নগর সুন্দলী এস টি স্কুল এন্ড কলেজে ও সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পিঠা উৎসব ২০২৪ ।
সকাল ১০ ঘটিকায়  সুন্দলী এস টি স্কুল এন্ড কলেজের সভাপতি জনাব স্বপন সরকারের উপস্থিতিতে জাতীয় সংগীতে  ও রেলির মাধ্যমে উৎসবের শুভ উদ্ভোধন হয়।
 শ্রেণী অনুসারে ৭টি পিঠার স্টল বসে। সারি সারি ভাবে গ্রাম বাংলার শত রকমের পিঠা চোখে পড়ে। দর্শনার্থীরা স্টল গুলো ঘুরে ঘুরে স্টল গুলোর পিঠা দেখতে থাকে। সাথে চলতে থাকে লোকজ গানের অনুষ্ঠান।
অধ্যক্ষ আব্দুল লতিফ জানান প্রতি বছরের ধারা বাহিকতায় আমাদের এ আয়োজন। ছাত্র ছাত্রীদের মাঝে পৌষ সংক্রান্তির গুরুত্ব উপলব্দিতে আমাদের এ আয়োজন।
সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন পিঠার সাথে আমাদের ছাত্র ছাত্রীদের পরিচিত করার জন্য আমাদের এ আয়োজন।
উৎসবের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃশহিদুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন।
এ সময় উপস্থিত থেকে সকল স্টল ঘুরে দেখেন এবং ছাত্র ছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অধির কুমার পাড়ে অবসার প্রাপ্ত প্রধান শিক্ষক।
এ সমায়ে স্টল গুলো ঘুরে দেখা গেলো প্রতি শেণীতে ১০ – ৩০ রকমের বাহারী শত পিঠারর সমারহ রস মালাই, পেড়া, হলুদ, পাতা,চিরুনী,বাদাম,তাল,চন্দ্র,নক্ষত্র,গোলাপ,নকশি,খেজুর,সন্দেশ,ফুলকপি,পিয়াজু,কণা,হাত,লাভ,চপ,গাছ,টুপি,ভাজা,পুতুল,চেরিফল,দেবাফুল,ঘুড়ি,চিতই,জামাই,কলসি,ডিম বিস্কুট,মুরলি সহ ভাপা পিঠা ,তেলের পিঠা,পুলি পিঠা,রস পিঠা চোখে পড়ার মত।
 এ সমায়ে ছাত্রছাত্রীরা জানান এমন আয়োজনে আমরা খুব খুশি,এতে আমাদের মেধার বিকাশ ঘটবে। উৎসবের শেষে সকলের মাঝে সে পিঠা বিতরণ করা হয়। এ সমায়ে স্কুল কলেজের সকল শিক্ষক কর্মকর্তা বৃন্দ সার্বীক সহযোগীদায় ছিলেন।
স্কুল প্রাঙ্গন শত শত দর্শনার্থীদের উপস্থিতে মুখরিত হয়ে ওঠে।
পোস্টটি শেয়ার করুনঃ