আবু সাইদ সরদার তালা প্রতিনিধি।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের ২০/০৪/২০২৪ তাঃ শনিবার সকাল ৯ টা-৪ টা পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চলে। নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, তালা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব, লিটন কুমার ঘোষ, তালা উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী হাসমত আলী ও শন্তু কুমার ভদ্র। তালা উপজেলা প্রশাসকের নির্দেশনায় নিয়োজিত ছিলেন একাধিক আইনশৃঙ্খলা শান্তিরক্ষা বাহিনীর তালা থানার অফিসার ইনচার্জ মুমিনুল ইসলাম,তদন্ত কর্মকর্তা জনাব, এম এম সেলিম হোসেন, এসে আই গোলাম আযম,এস আই দেলোয়ার হোসেন,এস আই আলি হাসান, ,ডিএসবি সোলায়মান, ডিএসবি রুবেল হোসেন। ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন মাগুরা ইউপি চেয়ারম্যান ও মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গণেশ দেবনাথ, ও ৬নং ওয়ার্ড মাগুরাডাঙ্গা ইউপি সদস্য মইনুল ইসলাম,৮নং মাদরা ইউপি সদস্য প্রবীর কুমার। সাবেক তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি দিবাশীষ রায়। মাদরা অগ্রনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার জানান, নির্বাচন প্রক্রিয়া সঠিক মোতাবেক চলছে। ফিয়ার নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। বেলা চারটা বাজার সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ শেষ হয়। তার কিছুক্ষণ পরে ভোট গণনা শুরু হয়।ভোটার ও প্রতিদ্বন্দ্বীদের অপেক্ষা ও উত্তেজনায় ভরে যায় মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয় এর মাঠ। মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোটার সংখ্যা ছিলো ২০৮ জন। মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করেন সন্দীপ কুমার ও হিরনময় । সাধারণ অভিভাবক সদস্য পদে প্রার্থী ছিলেন, গুরুপদ সরকার, ঠাকুর বাছাড়, দীপক সরকার, নিশিত রায়, বিধান রায়, রফিকুল ইসলাম, সমীরন মন্ডল, সংরক্ষিত মহিলা সাধারণ অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বী করেন, তিলোকা রানী গাইন ও লোপা রানী মন্ডল। সাধারণ শিক্ষক সদস্য পদে প্রতিদ্বন্দ্বী করেন, কার্তিক চন্দ্র সরকার, গৌতম মন্ডল, মোঃ রায়হানুউদ্দিন, শ্যামলেস কুমার সরকার। সংরক্ষিত মহিলা শিক্ষক সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী করেন, কবিতা সরকার,বিশাখা শাহা। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন তালা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব লিটন কুমার ঘোষ। ঘোষণা সূত্রে জানা যায়, সভাপতি পদে সন্দীপ কুমার রায় (৯টা ভোটের মধ্যে দুইটা অনুপস্থিত থাকেন)৭ ভোটে প্রথম স্থান অধিকার করে জয়লাভ করেন। হিরনময় শুন্য ভোটে দ্বিতীয় স্থান অধিকার করে পরাজিত হন। সাধারণ অভিভাবক সদস্য পদে ঠাকুর বাছাড় ১১০ ভোটে প্রথম স্থান অধিকার করে জয় লাভ করেন, দীপক সরকার ৯৮ ভোটে দ্বিতীয় স্থান অধিকার করে জয় লাভ করেন, নিশীত রায় ৯৬ ভোটে তৃতীয় স্থান অধিকার করে জয় লাভ করেন, রফিকুল ইসলাম ৯৪ ভোটে চতুর্থ স্থান অধিকার করে জয়লাভ করেন। সাধারণ অভিভাবক সদস্য পদে গুরুপদ সরকার ৯৩ ভোটে পঞ্চম স্থান অধিকার করে পরাজিত হন, সমিরন মন্ডল ৮৬ ভোটে ষষ্ঠ স্থান অধিকার করে পরাজিত হন, বিধান রায় ৭১ ভোটে সপ্তম স্থান অধিকার করে পরাজিত হন। সংরক্ষিত মহিলা সাধারণ অভিভাবক সদস্য পদে তিলোকা রানি গাইন ৯১ ভোটে প্রথম স্থান অধিকার করে জয় লাভ করেন, লোপা রানী মন্ডল ৮৯ ভোটে দ্বিতীয় স্থান অধিকার করে পরাজিত হন। সাধারণ শিক্ষক সদস্য পদে কার্তিক চন্দ্র সরকার ১০ ভোটে প্রথম স্থান অধিকার করে জয় লাভ করেন,শ্যামলেস কুমার সরকার ৬ ভোটে দ্বিতীয় স্থান অধিকার করে জয় লাভ করেন। মোঃ রায়হানুদ্দিন ৬ ভোটে তৃতীয় স্থান অধিকার করে পরাজিত হন, গৌতম মন্ডল শূন্য ভোটে চতুর্থ স্থান অধিকার করে পরাজিত হন। সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে বিশাখা শাহা ২ ভোটে প্রথম স্থান অধিকার করে বিজয় লাভ করেন, কবিতা সরকার ১ ভোটে দ্বিতীয় স্থান অধিকার করে পরাজিত হন। তালা থানার তদন্ত অফিসার ইনচার্জ এম এম সেলিম হোসেন জানান, আমি বেলা ২ট-৬টা পর্যন্ত উপস্থিত থাকি, শান্তিপূর্ণভাবে ফিয়ার নির্বাচন হয়েছে,কোন ঝগড়া বিবাদ অনৈতিক কিছুই ঘটেনি।

পোস্টটি শেয়ার করুনঃ