জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশ বাংলার প্রতিনিধি সাংবাদিক নাজমুল হক দীর্ঘ ১ বছর যাবত সড়ক দূর্ঘটনায় অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন। গত ২৯ আগস্ট ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
সাংবাদিক নাজমুল হক গত বছরের ২৭ আগস্ট নিয়ামতপুরে খাদ্যমন্ত্রীর সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে মারাত্মক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ ঘন্টা আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন। এ সময় তার তিনটি মেজর অপারেশন করতে হয়। এতে করে তার প্রায় সাড়ে তিন লক্ষ টাকার বেশি খরচ হয়।
সাংবাদিক নাজমুল হক উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আজাদ হোসেনের ছেলে।
ভারতে চিকিৎসার বিষয়ে সাংবাদিক নাজমুল হককের বাবা আজাদ হোসেন বলেন, যেভাবে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছিল আমার ছেলে প্রাণে বেঁচে আছে এটাই বড় বিষয়। আর্থিক অনটন থাকলেও আবাদি জমি বিক্রি করে ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে।
নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু বলেন, সাংবাদিক নাজমুল হক খুব শান্ত স্বভাবের। সড়ক দূর্ঘটনায় জন্য সকলের কাছে দোয়া চান প্রেসক্লাবের সভাপতি।

পোস্টটি শেয়ার করুনঃ