নিজস্ব প্রতিনিধি:

কালিগঞ্জে চাম্পাফুল এলাকায় অপরিপক্ক আম ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল, বালাপোতা, সাইহাটী গ্রামে। প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে চাম্পাফুল গ্রামের বাগান গুলোতে ঐসকল অপরিপক্ক আম ভাঙ্গার কাজ শুরু করেছে। মনিরুল ইসলাম নামে এক ব্যবাসয়ী ডা: শিবুপদ এর বাগান থেকে এই আম উচ্চ মুল্যে পাওয়ায় আসায় ভেঙ্গেছে। আর একজন আম ব্যাবসায়ী চাম্পাফুল গ্রামের হাবিবুর রহমান জানান এসকল অসাধু ব্যবসায়ীরা কাজ আম পেড়ে বেশি টাকা লাভের আশায় মেডিসিন দিয়ে পাকিয়ে এসকল আম পেড়ে বিক্রয় করছে। স্থানীয় অনেকেই অভিযোগ করে বলেন কিছু অসাধু ব্যবসায়ী কারণে আজকে এই আমাদের এলাকার যে আমের সুনাম রয়েছে সেটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আমরা বাগান মালিক শিবপদ জানান আমরা আমের মুকুল আসলে বাগান বিক্রয় করে দেই। তারা নিজরাই পরির্চা করে আম বাগান সেহেতু তারা কিভাবে আম ভাঙ্গবে সেটি আমাদের বিষয় না। তবে এ বিষয় খামারবাড়ী সাতক্ষীরার উপপরিচালক জানান এখন আম পাড়ায় সময় হয়নি। আমরা এমাসের শেষের দিকে বাগান পরিদর্শন সভায় আমার ভাঙ্গার ভাঙ্গার তারিখ নির্ধান করবো।

পোস্টটি শেয়ার করুনঃ