মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় এবারও দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে তিনটি জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ ,-২০২৪ মঙ্গলবার সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ( কাঞ্চন-১) তিনটি জাতীয় দিবস (১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪) পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) দেবাশীষ চৌধুরী।

উক্ত প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দাস হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা , দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।

উক্ত সভায় দিনাজপুর জেলা প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা , আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সাংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, পেশাজীবী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ