মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির আয়োজনে ২৫ মার্চ-২০২৪ সোমবার দিনাজপুর চেম্বার অব কমার্সের হলরুমে বিএসটিআই লাইসেন্স সহ সরকারি লাইসেন্স প্রাপ্ত হাইজেনিক পরিবেশে উৎপাদনকারী বেকারী শিল্প প্রতিষ্ঠানসমূহ ব্যতিত অবৈধ বেকারী বন্ধকরণপ্রসঙ্গে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।

জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ’র সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম, বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক অফিসের উপ-পরিচালক ও অফিস প্রধান মোঃ জহুরুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুরের নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।

এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন, জেলা বেকারী মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী শেখ, দপ্তর সম্পাদক বাহাউদ্দীন পলাশ, কোষাধ্যক্ষ অঙ্কুর কুমার সরকার, সচিব আলতাফ হোসেন সুমনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ

পোস্টটি শেয়ার করুনঃ