ফরহাদ হোসেন নীলয় সাতক্ষীরা দেবহাটা প্রতিনিধি: ক্রমেই জমে উঠছে দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক আগামী ২১ মে দ্বিতীয় ধাপে দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হবে। এবারের নির্বাচনে প্রার্থীতা ঘোষনা দিয়ে গত দু’মাস ধরে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরেছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রায় ডজনখানেক প্রার্থী। তবে সম্প্রতি কেন্দ্রীয় সিদ্ধান্তে বাংলাদেশ জামায়তে ইসলামীর প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর চুড়ান্ত প্রার্থী হিসেবে তিনটি পদের বিপরীতে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২১ এপ্রিল) বিকেলে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা অতিবাহিতের পর এ তথ্য নিশ্চিত করেছেন দেবহাটা উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহমুদ হোসেন।
তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. স.ম গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক আবু রাহান তিতু অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সবুজ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আমেনা রহমান ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৩ এপ্রিল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৪-২৬ এপ্রিল মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ২৭-২৯ এপ্রিল আপিল নিষ্পত্তির পর ৩০ এপ্রিল পর্যন্ত প্রার্থীতা প্রত্যহারের সুযোগ পাবেন প্রার্থীরা। ২ মে প্রার্থীদের নির্বাচনী প্রতিক বরাদ্দের পর নির্বাচন কমিশনের আরোপিত বিধি-নিষেধ মেনে প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা চালাতে পারবেন এবং ২১ মে দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হবে বলেও জানান নির্বাচন অফিসার কাজী মাহমুদ হোসেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে কুলিয়া ইউনিয়নের ৯টি, পারুলিয়া ইউনিয়নের ১০টি, সখিপুর ইউনিয়নের ৭টি, নওয়াপাড়া ইউনিয়নের ১০টি ও সদর ইউনিয়নের ৫টি কেন্দ্র মিলিয়ে সর্বমোট ৪১ টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লক্ষ ১১ হাজার ৭৯৫ জন ভোটার। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৫৬ হাজার ২৬৩ জন এবং নারী ভোটার রয়েছেন ৫৫৫৩২ জন।

পোস্টটি শেয়ার করুনঃ