এম এইচ শান্ত স্টাফ রিপোর্টার

বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে পটুয়াখালী জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ” গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ৬ই মার্চ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব ও সরকারের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার সাংবাদিকদের পরিচয় সংকট নিরসন, দক্ষতা ও আচরণ বিধি উন্নয়ন বিষয়ে মূখ্য আলোচনা করেন।

পরে অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়েত হোসেন ও আরও স্থানীয় সাংবাদিকরা আলোচনায় অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুনঃ