প্রিয়ব্রত ধর,স্টাফ রিপোটারঃ

কৃষ্ণচূড়া ফুল কম বেশি আমরা সবাই চিনে থাকি এবং সবার কাছেই মোটামুটি  প্রিয়। সাধারণত বছরের বসন্তের সময় দেখা যায়।

ছবিটি বাড়েদা,সুন্দলী অভয়নগর থেকে তোলা।

কৃষ্ণচূড়া দেখতে কাছ থেকে দেখার চেয়ে দূর থেকে দেখতে বেশি সুন্দর মনে হয়। এই ফুল প্রকৃতির দেওয়া বসন্তের এক উচ্ছাস উপহার। কৃষ্ণচূড়া ফুলের সুগন্ধ বেশ সুন্দর মনকে আনন্দ এবং শান্তির সন্ধান দেয়।

পথের ধারে আপন মনে সেজেছে কৃষ্ণচূড়া ফুল।

এর রং এবং সৌন্দর্য বসন্তের বাতাসে আরো দ্বিগুণ সুন্দর করে তোলে।বৃষ্টি থামলে পানির ফোঁটায় যখন খেলে ওই মুহূর্তে দেখে মন ভরে ওঠে।

কৃষ্ণচূড়া তার সবটুকু রং দিয়ে সাজিয়েছে প্রকৃতি।

কৃষ্ণচূড়া প্রখর তাপ দহে পুড়ে ও প্রথিকের জন্য ছড়ায় ছায়া ও প্রশান্তি।

তাই বলা যায় বসন্তে মন মুগ্ধকর প্রকৃতির দেওয়া দ্বিতীয়তম উপহার হচ্ছে কৃষ্ণচূড়া ফুল।

 

 

পোস্টটি শেয়ার করুনঃ