মোঃ গোলাম ইয়াছিন রাজু,
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের রামপালে টানা কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত ও সেই সাথে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ মৎস্য ঘের, বসতবাড়ি, কিছুসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।
ভারী বর্ষন এর সাথে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এ সমস্যা আরো প্রকট হয়ে দাড়িয়েছে। ফলে মৎস্য চাষীরা চরম বিপাকে। অধিকাংশ মৎস্য চাষী বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে মৎস্য চাষ করে। ঘের তলিয়ে যাওয়ায় তাদের দুর্দশা বহুগুন বেড়ে গেছে।
পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা না থাকার কারনে হতদরিদ্র পানি বন্দী মানুষেরও দূর্ভোগের শেষ নেই। বৃষ্টির কারনে হতদরিদ্র মানুষের উপার্জনের পথও বন্ধ। জলাবদ্ধতার কারনে পানিবাহিত নানা রোগ বেড়ে গেছে। একই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডেঙ্গু রোগী।

পোস্টটি শেয়ার করুনঃ