মো: গোলাম ইয়াছিন রাজু, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর প্রকল্পের আওতায় জমিসহ ঘর পেল আরো ১০০ টি পরিবার। (৯ আগস্ট) বুধবার সকাল ১০.০০ টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই রামপাল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিভিন্ন এলাকার ১০০ টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবী উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীর হাতে জমির দলিল ও ঘরের চাবী হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)। ঘর বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোঃ আরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আকবর আলী, উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ