মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি ॥

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালি, আলোচনাসভা ও ফায়ার সার্ভিসের বিভিন্ন অগ্নি নির্বাপণ মহরার মধ্যে দিয়ে জাতীয় দূযোর্গ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। ১০মার্চ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপত্বিত করেন ও বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকতা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ আব্দুল মালেকের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ বোরহানউল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল রায়হান, দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ মেহেফুজ তানজীর, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ সিদ্দিকুরজ্জামান নয়ন, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের সিনিয়র ম্যানেজার বাবু অরবিন্দ গমেজ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আখের আলী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে দিনাজপুর ফায়ার সার্ভিসের বিভিন্ন মহড়ার মধ্যে ছিলো-ভূমিকম্পের শব্দ তৈরীকরণে সাউন্ড সিস্টেম, কৃত্রিম ভুমিকম্প সৃষ্টির ক্ষেত্রে গাছে রশি লাগানো ও গাছ নড়ানো, কুড়ে ঘরের আগুন নির্বাপন, হোটেল এর আগুন নির্বাপন, উঁচু বিল্ডিং হতে স্ট্রেচারের সাহাযৌ ভিকটিম উদ্ধার, পেট্রোল পাম্পে আগুন নির্বাপন, গাছ হতে পাগল নামানো, বৃত্তের আগুন হতে হিটপ্রটেকটিভ স্যুট পরিধান করে ডেমি উদ্ধার, গ্যাস সিল্ডির দিয়ে ড্রামে আগুন নির্বাপন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার, মেডিকেল টিম, এ্যাম্বুলেন্স গাড়িযোগে রোগী পরিবহন ও অগ্নিনির্বাপনের বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শন ইত্যাদি।

পোস্টটি শেয়ার করুনঃ