ফরহাদ হোসেন নীলয় দেবহাটা প্রতিনিধি:

নববর্ষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দুই বাংলার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। রোববার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় দেবহাটা উপজেলার সুশীলগাতি এলাকায় আন্তঃসীমান্ত নদী ইছামতির নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ে মিলিত হয় বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ। নববর্ষে সৌহাদ্য ও সম্প্রীতির স্মারক হিসেবে একে অপরকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেন দুই বাংলার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। এসময় ভারতের ৮৫ বিএসএফ ব্যাটালিয়নের কালুতলা ক্যাম্প কমান্ডার এস.আই কাওয়াল সিং ও বাংলাদেশের ১৭ নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের দেবহাটা ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুল লতিফ স্ব স্ব বাহিনীর পক্ষে প্রতিনিধিত্ব করেন।

পোস্টটি শেয়ার করুনঃ