নির্মাণকাজে দুর্নীতি-অনিয়মের অভিযোগ এলজিইডি ও ঠিকাদারদের বিরুদ্ধে:
দেবহাটায় ৫টি কার্পেটিং সড়ক উদ্বোধন করলেন ডা. রুহুল হক এমপি

ফরহাদ হোসেন নীলয় দেবহাটা সাতক্ষীরা দেবহাটা নব-নির্মিত সাত কিলোমিটার বিস্তৃত পাঁচটি কার্পেটিং রাস্তা উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি’র তত্বাবধানে এসব রাস্তা নির্মাণ করছেন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান।
উদ্বোধন হওয়া রাস্তাগুলো হলো-ঘুঘুডাঙ্গা আরএন্ডএইচ হতে কাজীমহল্যা সড়ক, পারুলিয়া ইউজেডআর হতে ভাতশালা সাইক্লোন শেল্টারগামী সড়ক, পারুলিয়া আরএন্ডএইচ হতে বড়শান্তা প্রাইমারি স্কুলগামী সড়ক, সখিপুর বাজার হতে সখিপুর আবুহার গাজীর বাড়ি সড়ক এবং চালতেতলা হতে সন্যাসীরচক ভায়া রাঙাশিশা সড়ক।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর অবধি ফিঁতা কেটে এবং ফলক উন্মোচনের মধ্যদিয়ে এসব সড়কের উদ্বোধন করেন ডা. রুহুল হক এমপি।
তবে উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরণ এবং জনদূর্ভোগ নিরসণে সরকারি প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে রাস্তাগুলো নির্মাণের উদ্যোগ নেয়া হলেও, নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্বে থাকা উপজেলা এলজিইডি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সমূহের দুর্নীতি-অনিয়মে চলমান নির্মানকাজ নিয়ে রীতিমতো অসন্তুষ্ট স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসি।
রাস্তাগুলো উদ্বোধনকালে সংশ্লিষ্ট ঠিকাদার ও এলজিইডি অফিসারদের দুর্নীতি-অনিয়ম এবং রাস্তা নির্মাণে দায়িত্বে অবহেলার ব্যাপারে এমপি ডা. রুহুল হকের সামনে নানাবিধ অভিযোগ তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা।
রাস্তাগুলোর উদ্বোধনকালে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আরশাদ আলী ও মনিরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শোভন সরকার, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম পলাশ, শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন, পারুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সখিপুর ইউনিয়ন পরিষদে দুঃস্থ ও অসহায়দের মাঝে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিডাবিøউবি’র চাল বিতরণ করেন। এসময় জনসাধারণের সামনে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিকে জননেত্রী শেখ হাসিনাকে দেশের রাস্ট্রীয় ক্ষমতায় আনতে সকলে প্রতি আহŸান জানান ডা. রুহুল হক এমপি।

পোস্টটি শেয়ার করুনঃ