মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের হালজায় গ্রামের মোল্লাপাড়া এলাকার আব্দুল জলিলের ৫টি লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাতে এমন ন্যাক্কারজনক ঘটনা’র ব্যাপারে বিরল থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী আব্দুল জলিল।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, লিচু বাগানে ক্রিকেট খেলতে নিষেধ করায় ৫টি লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার রাণীপুকুর ইউনিয়নের হালজায় গ্রামের মোল্লাপাড়ার মৃত সেরাজ উদ্দীনের ছেলে জলিলের লিচু বাগানে ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে আতিক (১৯) আব্দুল মান্নানের ছেলে মশিবুর রহমান (১৭), আফছার আলীর ছেলে মিরাজ (১৮) ও ইলিয়াস আলীর ছেলে সিয়ামসহ (১৭) অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জন ক্রিকেট খেলে এবং ক্রিকেট খেলা নিয়ে তাদের নিজেদের মধ্যে প্রায় সময় বাক-বিতন্ডার সৃষ্টি হতো।

আমার জামাতা মামুনুর রশিদের বাড়ির পাশে ওই লিচু বাগান হওয়া আমার জামাতা গতকাল শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উল্লেখিত বিবাদীদের লিচু বাগানের খেলতে নিষেধ করে। এসময় উল্লেখিত যুবকেরা আমার জামাতাকে অকথ্যভাষায় গালমন্দ’সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদানসহ লিচু গাছ কেটে ক্রিকেট খেলার মাঠ করবে বলে হুমকি প্রদান করে। পরেরদিন ২১ অক্টোবর ভোরে ওই এলাকার শরিফুল ইসলাম প্রকৃতির ডাকে সাড়া দিতে লিচু বাগানের গেলে ৫টি লিচু গাছ কে বা কারা কেটে ফেলেছে জানতে পাই।

পরে আমার জামাতা বাগানের গিয়ে ৫টি লিচুর গাছ কাটা দেখে আমাকে সংবাদ দিয়ে বিষয়টি আমি জানতে পাই। বাগান মালিক জলিলের দাবি অভিযোগে উল্লেখিত যুবকরাই তার ৫টি লিচু গাছ কেটে ফেলেছে।

এ ঘটনায় বিরল থানায় উল্লেখিত ৪ জন যুবকের নাম উল্লেখ’সহ আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। বাগানের মালিক জলিল সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার আশুঃহস্তক্ষেপ কামনা করেছেন।

পোস্টটি শেয়ার করুনঃ