পাটগ্রাম সংবাদ দাতা:

আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য এ দিনটি সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পাটগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন পাটগ্রাম উপজেলা প্রশাসন ও নানা শ্রেণীপেশার মানুষ। সকালে পাটগ্রাম উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, পাটগ্রাম উপজেলার চেয়ারম্যান রুহুল আমিন বাবুল,পাটগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু,পাটগ্রাম অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সংগঠন। পাটগ্রামে নানা কর্মসূচির মাধ্যমে আজকের দিনটি পালন করছে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠন। সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সময় পাটগ্রাম উপজেলার আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ