মোঃ ইকরামুল হক রাজিব 

৮ অক্টোবর ২০২৩ তারিখ সকাল ১০ ঘটিকায় পিবিআই বাগেরহাট জেলা এর কনফারেন্স রুমে কর্মশালাটির উদ্বোধন করেন পুলিশ সুপার, পিবিআই বাগেরহাট জনাব আবদুর রহমান। এতে বাগেরহাট ও পিরোজপুর পিবিআই এর ৩০ জন তদন্ত কর্মকর্তা অংশ গ্রহণ করেন। “Capacity Building Workshop on Prevention of Human Trafficking with Police Officers” শীর্ষক কর্মশালাটি পরিচালনা করেন মি. অপূর্ব কুমার শাহা, এরিয়া ম্যানেজার, মানব পাচারের ভিক্টিম ব্যবস্থাপনা ও কাউন্সিলিং বিষয়ে আলোচনা করেন শাউলি সুলতানা, সিনিয়র প্রোগ্রাম অফিসার Justice & Care। কর্মশালা টি সমন্বয় করেন Justice & Care এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এ বি এম মুহিদ হোসেন। কর্মশালায় তদন্ত কর্মকর্তাগণ তাদের পেশাগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করা ছাড়াও মানব পাচার প্রতিরোধ আইন ও বিধির বিষয়ে আলোচনা করেন। উক্ত কর্মশালা “মানব পাচার প্রতিরোধ ও পূনর্বাসন” বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার জনাব আবদুর রহমান। কর্মশালা শেষে অংশগ্রহণকারী তদন্ত কর্মকর্তাগণ বলেন “কর্মশালাটি মানব পাচার সংক্রান্ত মামলা তদন্তে আমাদের আরো সহযোগিতা করবে এবং পিবিআই এ মামলা তদন্তে আরো সফলতা অর্জন করবে।

পোস্টটি শেয়ার করুনঃ