(সম্পাদক)-দৈনিক ৭১ বাংলা

বাংলার ইতিহাসে বাঙালির সবচেয়ে উল্লেখযোগ্য দুটি গৌরবোজ্জ্বল ঘটনা হলো বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধা। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বাঙালি জাতি এই দুটি মহান আন্দোলনে বিজয়ী হয়েছে। এই সেই মহান ফেব্রুয়ারি মাস। ১৯৫২ এর মহান ভাষা আন্দোলনে এদেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনে অংশ নেয়। একুশে ফেব্রুয়ারি এলেই বাঙালি জাতি সবাই একত্রিত হয়ে শহীদ মিনারে শহীদের সৃতির প্রতি গভীর সমবেদনা জানানোর জন্য শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পন করা হয়ে থাকে। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষা আদায়ের লক্ষে রাজপথে আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন- রফিক, জব্বার, বরকত ও- আরও অনেকে।দৈনিক ৭১ বাংলার পক্ষ থেকে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়।

পোস্টটি শেয়ার করুনঃ