মোঃ ইকরামুল হক রাজিব বাগেরহাট:

 বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) এর আওতায় মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর গ্রামের বিনোদ চন্দ্র দাসের বাড়ির উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রে উপপরিচালক (রুটিন দায়িত্ব), বিশ্বজিৎ শিকদার এর সভাপতিত্বে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উন্মুক্তবৈঠকে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয় ) জনাব হাছিনা আকতার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান রত্না রানী বিশ্বাস, বনগ্রাম ইউনিয়ন পরিষদ,মোড়েলগঞ্জ । এছাড়াও সমাজ উন্নয়ন কর্মী,এনজিও কর্মী,ইউপি সদস্য ,রাজনৈতিক কর্মী ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ এবং নৈতিকতা ও মূল্যবোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন। উক্ত উন্মুক্ত বৈঠকে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী তথ্য অফিসার মো: সুলতান আহমেদ।

পোস্টটি শেয়ার করুনঃ