থরে থরে ফুটেছে রাধাচুড়া,চোখ পড়তেই মনে জাগে প্রশান্তি।ছবিটি তুলেছেন প্রিয়ব্রত ধর।

 

ডেক্স রিডোটঃ

রাধাচূড়া বা Caesalpinia pulcherrima হলো সীম গোত্রীয় সপুষ্পক উদ্ভিদ। সারা পৃথিবীতে এই গাছ টি এমন ভাবে ছড়িয়ে গেছে যে এর আদি নিবাস সম্পর্কে সঠিক ভাবে বলা কঠিন। অনেকের মতে এর আদি নিবাস ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চল। বাংলায় রাধাচূড়া নামে পরিচিত এই সুন্দর গাছটির।

রাধাচূড়া একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি লম্বায় প্রায় ৩ মিটার পর্যন্ত হতে পারে। তুষারপাত হয় না (অথবা খুব কম হয়) এমন জায়গায় গাছটি আকারে অনেক বড় হতে পারে এবং সাধারণত চির সবুজ থাকে। বেশি ঠান্ডা আবহাওয়াতে গাছটি মৃতপ্রায় হয়ে গেলেও বসন্তে আবার নতুন করে জেগে উঠে। রাধাচূড়ার পাতা দ্বি পক্ষল। পাতা ২০ সেমি থেকে ৪০ সেমি পর্যন্ত লম্বা এবং ১০ মিমি থেকে ১৫ মিমি চওড়া। পুষ্পস্তবক প্রায় ২০ সেমি দীর্ঘ। প্রতি টি ফুল এ হলুদ কমলা অথবা লাল রঙের ৫ টি করে পাপড়ি থাকে, যার একটি পাপড়ি অন্য চারটি থেকে দৃশ্যমান ভাবে আলাদা। ফুল শেষে প্রতি টি ফুল থেকে একটি করে সীম এর মতো দেখতে বীজাধার হয় যা কাঁচা অবস্থায় সবুজ এবং পরিপক্ক অবস্থায় গাঢ় খয়েরি রং ধারণ করে। বীজাধার গুলি ৬ সেমি থেকে ১২ সেমি পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ভেতর এক বা একাধিক বীজ থাকতে পারে। বীজ থেকে খুব সহজেই রাধাচূড়ার বংশ বিস্তার করা যায়। রাধাচূড়ার বীজ বিষাক্ত।

পোস্টটি শেয়ার করুনঃ