মোঃ গোলাম ইয়াছিন রাজু, রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে এক্টিভিস্টা রামপালের উদ্যোগে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় জলবায়ূ বিপদাপন্নতা যাচাইকরন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ মার্চ সকাল ১১ টায় রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জলবায়ূ পরিবর্তন বিষয়ে অংশগ্রহনমূলক বিপদাপন্নতা বিশ্লেষণ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অলিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা অসীম কুমার পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি সুমনা আক্তার, রামপাল সরকারি কলেজের প্রভাষক মোঃ মোস্তফা কামাল, বাঁধন মানব উন্নয়ন সংস্থার পরিচালক এ. এস. এম মনজুরুল হাসান ও এক্টিভিস্টা রামপালের সদস্যবৃন্দ। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে এক্টিভিস্টা সদস্য মাহফুজ মাঝি সুপেয় পানির সংকট নিরসনে খাস পুকুর ও প্রতিষ্ঠান ভিত্তিক পুকুরগুলো খনন ও রক্ষনাবেক্ষনের ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবী জানান। এছাড়াও বক্তারা জলবায়ূ পরিবর্তনে সুবিধা বঞ্ছিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে লবনাক্ততা দূরীকরন, সুপেয় পানির ব্যবস্থা, দখলদার খাল অবমুক্তকরন, নদী ভাঙ্গন, কৃষি ও মৎস্য চাষের উন্নয়নের ব্যাপারে নানাবিধ সমস্য ও তা সমাধানের উপায় উপস্থাপন করেন । বাঁধন মানব উন্নয়ন সংস্থা ২০২২ সাল থেকে রামপাল উপজেলার রামপাল সদর এর কাকড়াবুনিয়া, পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর ও আড়ুয়াডাঙ্গা এলাকায় জলবায়ূ পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তারা নিজস্ব অর্থায়নে আড়ুয়াডাঙ্গা গ্রামে একটি সুপেয় পানির পাম্প স্থাপন করেছেন। যা থেকে হতদরিদ্র মানুষ সুপেয় পানি পাচ্ছে।

পোস্টটি শেয়ার করুনঃ