– এসকে এম হেলাল উদ্দিন

থেকো না আর আলসে হয়ে, জেগে ওঠো
চোখ মেলে তাকাও চারিদিকটাই…
ন্যায় আর সত্যের সন্ধানে জাগ্রত হও
নগ্ন অনুশাসন প্রতিরোধে জেগে ওঠো, সোচ্চার হও
কারো চোখ রাঙ্গানিকে আমলে নেয়ার সময় নেই জাগো এবার জাগো, সোচ্চার হও।
জ্বলে উঠুক তোমার চোখ, তোমার চোখের লেলিহান শিখায় জ্বলে পুড়ে ছারখার হোক সব অন্যায় অবিচার।
অসহ্য অন্যায়ের বদলা নিতে রুখে দাঁড়াও,
তোমার দেওয়া অভিশাপের গর্জনে কম্পিত হোক অপরাধের স্তম্ভ !
সকল অন্যায়ের জাল ছিন্ন করে ন্যায়ের দ্বার উম্মুক্ত করো,
নিন্দিত পরিকল্পনা ভেঙে চুর্ণ করে দাও প্রতিরোধের প্রবল প্রতিঘাতে।
জ্বলে পুড়ে যাক ঘৃণিতের অবৈধ সম্পদের পাহাড়,
আলো ছড়িয়ে দিতে আলোকিত হও…
দাম্ভিক অত্যাচারী দূর্জনের মুখোশ খুলে দাও।
ভীত সন্ত্রস্ত হোক ওদের হৃৎপিণ্ড, তোমার সাহসী প্রতিবাদে
অত্যাচারের রাহুগ্রাস থেকে মুক্ত হোক জর্জরিত সমাজটা।
তোমার সাহসিকতায় আলোকিত হোক ঘুণেধরা সমাজ।

পোস্টটি শেয়ার করুনঃ