ভালোবাসার বারোই ডিসেম্বর

আল ফারুক

 

দিনের আলো; রাতের অন্ধকার

আচ্ছান করে আমায়।

বৃষ্টির ফোঁটা পড়ে

কে যেন অপেক্ষায়

ঠাঁই দাঁড়িয়ে দরজায়।

নিশ্চুপ,নিরাকার

তোমার চোখের মণি

কি খোঁজে;-

ভালোবাসা?

 

 

হারালো সব

ছোটবেলার সহপাঠীর মত।

নীরবতার অসহায়

বিবেকহীন বাস্তবতার।

ম্যারাথোনে হেরেছি।

ভুলে যেও প্রিয়তম

ভুলে যেতে হয়।

সেই-তো নিয়ম

ভালোবাসার বারোই ডিসেম্বর।

পোস্টটি শেয়ার করুনঃ