প্রিয়ব্রত ধর,বাঘারপাড়া থেকেঃ
যশোর-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে বাঘাপাড়ায় আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্টিত হয়েছে। উপজেলার বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের আয়োজনে বৃহস্পতিবার  (৪ জানুয়ারি) বিকালে বাঘারপাড়া পাইলট বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে কর্মীসভা জনসভায় পরিনত হয়। নৌকার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মীসভা।
পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর ৪ আসনের নৌকার প্রার্থী এনামুল হক বাবুল,বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী,বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, বিথিকা বিশ্বাস,বিশিষ্ট চিকিৎসক ডা.নিকুঞ্জ বিহারী গোলদার,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অতিরিক্ত সচিব সন্তষ কুমার অধিকারী,
যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জান চৌধুরি ভোলা,বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান ,কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা,অভয়নগর উপজেলা আওয়ামীলীগের আইন সম্পাদক সৈয়দ কবির হোসেন জনি, সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারি, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন, সরদার,বাঘারপাড়া  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন প্রমুখ।
কর্মী সভা সঞ্চালনা করেন মো: বায়জিদ হোসেন সভাপতি বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগ।
 যশোর ৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেন মানুষের সেবা করতে পারা বড় সৌভাগ্যের মহান আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন আমার বড় প্রচেষ্টা থাকবে যেন অবহেলিত মানুষ বঞ্চিত না হয়।
বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু বলেন বাবুল ভাই জনপ্রিয় এবং জনবান্ধব নেতা সে নির্বাচিত হলে সকল তৃণমূল পর্যায়ের মানুষ সেবা পাবে।
সকালে এনামুল হক বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে বাঘাপাড়ায় জনপ্রতিনিধিসভা অনুষ্টিত হয়েছে। উপজেলার আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে  বৃহস্পতিবার  (০৪ জানুয়ারি ) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর ৪ আসনের নৌকার প্রার্থী এনামুল হক বাবুল,
 উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা রানি বিশ্বাস,কামরুজ্জামান বাচ্চু, মেয়র বাঘারপাড়া পৌরসভা,
১নং জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুর জামান মিন্টু,২ নং বন্ধবিলা ইউপি চেয়ারম্যান মো:ছবদুল হোসেন
৪ নং নারকেল বাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন
৫ নং ধলগ্রাম ইউপি চেয়ারম্যান
রবিউল ইসলাম
৬.মোতালেব তরফদার ইউপি চেয়ারম্যান
দহকুলা।
৭.দরাজহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন।
৮.আমিনুর সরদার ইউপি চেয়ারম্যান
বাসুয়াড়ী।
৯,আরিফুল ইসলাম তিব্বত ইউপি চেয়ারম্যান জামদিয়া
এছাড়া সকল ইউপি সদস্যরা বক্তব্য রাখেন
উক্ত অনুষ্টানটি সঞ্চলনা করছেন নজরুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ।
ছবিঃবাঘারপাড়া পাইলট বিদ্যালয় মাঠে  কর্মী সভায় বক্তৃতা দেন এনামুল হক বাবুল।
পোস্টটি শেয়ার করুনঃ