হঠাৎ দেখা
বিন্দু ঘোষ রত্না

কতগুলো বছর পরে আবার চলতি পথে হঠাৎ দুজনের দেখা হলো,
অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললে কেমন আছ বলো।
কিছু না বলার সুযোগ দিয়েই বলে উঠলে আমি কিন্তু ভালো আছি,
তাড়াহুড়ো বাদেই মুখে হাসি নিয়ে বললাম আমিও ভালো থাকি।
অনেক গুলো বছর কেটে গেছে কেউ কারো দেখা পায়নি, কথা হযনি,
হয়ত বা ইচ্ছা করেই আমরা কেউ কারো খোজ খবর নিতে চায়নি।
যদিও তুমিই আমাকে ছেড়ে চলে গিয়েছিলে বিভিন্ন অজুহাত দেখিয়ে,
তবুও কোন অভিযোগ ছাড়ায় অভিমানে মনকে নিযেছিলাম মানিয়ে।
ভালোবাসার উপর বিশ্বাস রেখে মনকে বলেছিলাম একটা সময় তুমি ঠিক বুঝবে,
একদিন এই হারানো ভালোবাসা তোমাকে পোড়াবে আর নিরবে কাঁদবে।
কি হলো তুমি কোথায় হারালে ব্যস্ত আছ নাকি একটু বসবে,
এলোমেলো মনকে সাজিয়ে খুব সহজে বললাম আমার ব্যস্ততা নেই সময় হবে।
এখনো বদলাওনি তো সেই আগের মতোই আছ কি করে,।
একটু হেসে বলেই ফেললাম কখনো বলেছিলাম বদলে যাব পরে।
কথাটা শুনে যদিও তোমার চোখজোড়া অশ্রুজলে ঝাপসা হয়েছে,
না দেখার অভিনয়ে ইতিমধ্যে তোমার ভাল আছি কথার উত্তর আমার মন বুঝে নিয়েছে।
এতক্ষণ পরে তোমার মুখের মায়া কষ্টের ছাপকে বের করে দিয়েছে,
তোমার দমবন্ধ বেদনার রঙ আমার হৃদয় নিরবে বুঝতে পেরেছে।
হঠাৎ তোমার ফোন বেজে উঠলো ,না দেখেই কল কেটে দিলে,
সরলরেখায় হাসিমুখে বুকের চাপাকষ্টকে কেমন যেন আড়াল করে নিলে।
চোখের উপরথেকে চশমাটা খুলে বললে, চলো উঠা যাক তবে,
হুম, দীর্ঘশ্বাস ফেলে চলে গেলে আবার হঠাৎ করেই দেখা হবে।
বুঝলাম তুমি আমার থেকে আজ নিজেই পালিয়ে গেলে,
যদিও দুজনার পথও আলাদা হয়ে গিয়েছিল বহুদিন আগে থেকে।
বিশ্বাস ছিল হঠাৎ দেখা হবে
আর সেদিন জানতে চাইবো কেমন আছ,
কিন্তু তোমার অশ্রুসজল চোখজোড়া দেখে বুঝে নিলাম আমায় ভালোবাসো আজও।
শুধু বলতে পারলাম না তোমাকে আজও ভালবাসি কাল ও ভালোবাসবো পরশুও ভালবাসবো,
তোমার ভালোবাসার অনুভূতি গুলো বুকে জড়িয়ে সারাজীবন বাঁচবো।।

পোস্টটি শেয়ার করুনঃ