লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধি: আশাশুনি- কালীগঞ্জ সড়কের উজিরপুর বাজার সংলগ্ন হা্ওড়া নদীর উপর অবস্থিত ব্রীজ নির্মানে অনিয়মের অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল সকালে সরেজমিনে কালীগঞ্জের উজিরপুর ব্রীজ নির্মোণে তদন্ত কার্যক্রমে জনসাধারণের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে। সরেজমিনে ঘুরে ও প্রাপ্ত তথ্যে জানা যায় বিগত ০২/০৩/২৪ তারিখে অনিয়মের অভিযোগ এনে সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়লের নেতৃত্বে এ্যাড সত্যঞ্জন মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন অভিযোগ আনা হয়। ব্রীজটি নির্মাণের জন্য জনসাধারণের চলাচলারে জন্য একটি বিকল্প ব্রীজের নির্মাণ করা হয়। সোমবার (৪মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ, ওয়ার্ল্ড ব্যাংক এর খুলনা অঞ্চল প্রতিনিধি আশুতোষ মন্ডল, ডিজাইন ইঞ্জিনিয়ার দেওয়ান হোসেন, এলজিইডি বিশেষজ্ঞ নিপুন রায়, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, নির্মানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ লি: দি আজাদ ইঞ্জিনিয়ারিং এন্ড জেভি এর পরিচালক ইকবাল কবির জমাদ্দার উপস্থিত ছিলেন । এ সময় উক্ত প্রতিবাদ সভার বক্তব্য কোট করে সেই সকল অভিযোগের বিভিন্ন বিষয় সিডিউলের ও ডিজাইনের সাথে ঠিক আছে কিনা তা জনসাধারণের উপস্থিতিতে সাধারণ জনগণকে সাতক্ষীরা এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, ও ঠিকাদার ইকবাল কবির জমাদ্দার সকলকে বুঝিয়ে দেন। সরেজমিনে তদন্তে প্রতিয়মান হয় যে, ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনিত অভিযোগ বাস্তবে কোন মিল নাই। ঠিকাদার সিডিউল ও ডিজাইনের ঠিক রেখেই কাজের ব্রীজ নির্মাণ কাজ করেছেন। যাহা উপস্থিত এলাকাসিরদের সামনে তুলে ধরেন। এসময় প্রতিবাদকারী দলের নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত তদন্তকারী কর্মকর্তারা বলেন এখন ব্রীজ নির্মাণের কাজ শুরুই হয়নি। কেবল মাত্র পুরাতন ব্রীজ ভাঙ্গার কাজ করা হচ্ছে। বিকল্প চলাচলের জন্যও সিডিউল অনুসারে ব্রীজ নির্মাণ করা হয়েছে বলেন তদন্তকারী কর্মকর্তা জানা সকলের উদ্দেশ্যে জানান। এসময় তদন্তকারী কর্মকর্তারা প্রতিবাদকারী দলনেতা সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল কে ও সকল কিছু বুঝিয়ে দেন এবং বলেন কোন ত্রুটি আছে কিনা। যদি ত্রুটি না থাকে তবে আপনি না জেনে কেন না শুনে কেন এমনটি ঘটনার জন্ম দিলেন। তখন প্রতিবাদকারী নেতা কোন সদুর্ত্তর দিতে পারেনি। ঠিকাদার ইকবাল কবির জমাদ্দার বলেন আমি কেবল মাত্র পুরাতন ব্রীজ ভাঙ্গার কাজ শুরু করেছি । শুরু মাত্র জনসাধারণের চলচালের জন্য বিকল্প একটি কাজের ব্রীচ নির্মাণ করেছি সেটিও সিউউলের বাহিরেও আমি অনেক কাজ করেছি। আমি কাজ করতে এসেছি আমি সিডিউল মোতাবেক আমি কাজ করবো। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ এনেছে তার সম্পুর্ণ ভিত্তিহীন। আজ জনসাধারণের উপস্থিতিতে সকল তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সাধারণ মানুষই তার উত্তর দিবে আমি কোন ফাকি দিয়েছি কিনা। সাতক্ষীরা এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান জানান এখন কাজই শুরু হয়নি তবে অনিয়মের বিষয়টি কিভাবে আসে সেটি আমাদের জানা নেই তবে আনিত অভিযোগ গুলো আমরা প্রতিবাদকারীদেও নিয়ে সরেজমিতে তদন্ত করেছি। তাদের আনিত অভিযোগের কোন ভিত্তি নেই।

পোস্টটি শেয়ার করুনঃ