মোঃ ইকরামুল হক রাজিব স্পেশাল ক্রাইম রিপোর্টার

আজ ৪ মার্চ রোজ সোমবার বাগেরহাট রামপাল শিশুদের পড়াশুনার উৎসাহ যোগানোর জন্য শিক্ষা উপকরণ এবং হতদরিদ্র পরিবারের মাঝে শর্তসাপেক্ষে নগদ অর্থ বিতরণ ২০২৩ শিক্ষাবর্ষে রামপাল এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৩২২০ জন নিবন্ধিত শিশু বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে ২০২৪ সালের শিক্ষাবর্ষে নুতন শ্রেণীতে উর্ত্তিন্ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিশুদের পড়াশুনায় উৎসাহ প্রদানে আজ ৪ মার্চ ২০২৪ রামপাল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল উপজেলা অডিটেরারিয়াম কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট সুবাস মণ্ডল, প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী এবং স্পনসরশিপ এবং শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা পল্টন বিশ্বাস । মোট ১৩০ জন শিশু অংশগ্রহণ করে এবং প্রত্যেকজন কে ৬টি খাতা, ৭টি কলম এবং ১ টি স্কুল ব্যাগ দেওয়া হয় । সর্বমোট ৩২২০ জন নিবন্ধিত শিশুর মাঝে খাতা, কলম এবং স্কুল ব্যাগ পর্যায়ক্রমে বিতরণ করা হবে। পাশাপাশি ৭৭ জন উপকার ভোগীর মাঝে ১৮৩৩৩ নগদ টাকা শর্তসাপেক্ষে বিতরণ করা হয়েছে । এই অর্থ এর মাধ্যমে তারা তাদের নির্ধারিত আয়বর্ধন মূলক সম্পদ ক্রয় করবে এবং শিশু সুরক্ষা নির্চিত হবে।

পোস্টটি শেয়ার করুনঃ