সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনাসহ উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আর্থিকভাবে সহযোগীতা পাঠালেন দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা৷

আজ মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার কাছে বানভাসি মানুষদের সহযোগীতার জন্য এ নগদ অর্থ তুলে দেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা৷

এসময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মাহাবুবুর রহমান,ডেপুটি কমান্ডার বসির আলম,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীরমুক্তিযোদ্ধা হাসান আলী মিয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার শামসুজ্জামান নাহিদ, সদস্য সচীব আব্দুর রাজ্জাকসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এসময় উপস্থিত ছিলেন।

জানা যায়, সিলেট, সুনামগঞ্জসহ দেশের উত্তরের বেশ কয়েকটি জেলা বন্যা হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় প্লাবিত এসব জেলায় মানুষদের জায়গা হয়েছে কোন স্কুলে কিংবা কোন আশ্রয় কেন্দ্রে। বন্যায় আপন ঘর বাড়ি ছেড়ে আসা মানুষগুলো ভুগছেন খাদ্য সংকটসহ নানা দূর্ভোগে৷ সেসব বানভাসি ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তেঁতুলিয়া সকল বীর মুক্তিযোদ্ধারা তাদের ব্যাক্তিগত ভাবে অর্থ প্রদান ও উপজেলার বিভিন্ন হাট বাজারে মানুষের কাছে অর্থ সংগ্রহ করেন। এবং টাকা সংগ্রহ করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রেরণের জন্য দেয়া হয়েছে বলে জানা যায়

পোস্টটি শেয়ার করুনঃ