মোঃ সাগর হোসেন:

অবরোধের দ্বিতীয় দিনে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে আগুন এবং থেমে থাকা আরও বেশ কিছু বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থলে থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- আব্দুল আলীম (৪২) ও সোহেল মিয়া (২৬)। আটককৃতরা বাসে অগ্নি সংযোগের ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মধুমতি মডেল টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টের সামনে রেখে দেয়া বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা আরো কয়েকটি বাসেও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম জানান, খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি পুড়ে যায়। অপরদিকে, অবরোধের দ্বিতীয় দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব কয়েকটি গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও ঢাকার ধামরাইয়ে বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী জানান, নাশকতা সৃষ্টির সাথে জড়িতদের সনাক্ত ও তাদের আইনের আওয়াত আনাতে কাজ করছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুনঃ